কোভিডকালীন এবং যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম (পাবলিক হেলথ) অবদান রাখার জন্য সার্ক ইয়ুথ লিডার এওয়ার্ড-২০২২ জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন ডা. মোঃ ফখরুল আবেদীন ভূইয়া জনি
কোভিডকালীন এবং যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমে (পাবলিক হেলথ) অবদান রাখায় সার্ক ইয়ুথ লিডার এওয়ার্ড-২০২২ এর জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন ডা. মোঃ ফখরুল আবেদীন ভূইয়া জনি।
আগামী ১৫-১৮ ডিসেম্বর নেপালে সার্ক ইয়ুথ রিজিওনাল কনফারেন্সের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে।
বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের ডিস্ট্রিক্ট স্যার্ভিলেন্স মেডিকেল অফিসার হিসেবে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচিতে নিয়োজিত রয়েছেন ডা. মোঃ ফখরুল আবেদীন ভূইয়া জনি।
এরআগে, উত্তরবঙ্গে করোনা নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা পালন করেন। লকডাউনের সময় অনলাইনে চিকিৎসা প্রদান ও সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।
এছাড়াও দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে আসছেন ডা. মোঃ ফখরুল আবেদীন ভূইয়া জনি।
আরও পড়ুন