Advertisement
Doctor TV

রবিবার, ২৭ জুলাই, ২০২৫


এপলার মাস্টার এওয়ার্ড পেলেন অধ্যাপক ডা. আতিকুল

Main Image

এপলার মাস্টার এওয়ার্ড পেলেন অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক


রিউমাটোলজির চিকিৎসায় অবদানের স্বীকৃতি স্বরূপ প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে ‘এপলার মাস্টার এওয়ার্ড ২০২২’ পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউমাটোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক। 

শিক্ষাদান, গবেষণা বা পেশাদার পরিষেবার মাধ্যমে রিউমাটোলজি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া সম্মানসূচক পুরস্কারের নাম ‘এপলার মাস্টার এওয়ার্ড’। 

উল্লেখ্য, ১৯৬৩ সালে ৪টি দেশের বিশেষজ্ঞ রিউমাটোলজিস্টদের নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে এপলার প্রতিষ্ঠিত হয়। দেশ ৪টি হলো- অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও নিউজিল্যান্ড। 

চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন অবদান রাখা অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হকের জন্ম চট্টগ্রামে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এরপর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স থেকে এফসিপিএস (মেডিসিন) ডিগ্রি অর্জন করেন।

রিউমাটোলজি বিষয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নালে তাঁর নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি চিকিৎসক সমিতি এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি। চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ১৯৯৭ সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি থেকে স্বর্ণপদক পান। 

আরও পড়ুন