Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


যক্ষ্মা বিষয়ে জনসচেতনতা বাড়াতে কুমিল্লায় গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন

Main Image

যক্ষ্মা বিষয়ক জনসচেতনতা বাড়াতে কুমিল্লায় গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন


যক্ষ্মা বিষয়ক জনসচেতনতা বাড়াতে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন হলো কুমিল্লায়। ১ বছরে ১ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করতে চান উদ্যোক্তারা। সোমবার কুমিল্লায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচির ত্রৈমাসিক পর্যবেক্ষণ সভায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সাখাওয়াত উল্লাহ, সদ্য পদোন্নতি প্রাপ্ত যুগ্ম সচিব ও বর্তমান জেলা প্রশাসক কামরুল হাসান এবং সদ্য পদোন্নতি প্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও বর্তমান সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেইন। 

আগামী ২০২৩ সালে কুমিল্লা ডিএসএমও ডা. মোঃ ফখরুল আবেদীন জনির তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হবে।

যক্ষ্মা রোগ কি? যক্ষ্মার চিকিৎসা বিনামূল্যে, আপনি জানেন কি? যক্ষ্মা প্রতিষেধক ঔষধ (টিপিটি) সম্পর্কে জানেন কি? এসব প্রশ্নের মাধ্যমে গণস্বাক্ষর কর্মসূচি চলমান থাকবে বছরজুড়ে।

অনুষ্ঠানে জেলার সব ইউএইচএফপিও, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, উপজেলার মেডিকেল অফিসার, ও আই,সিডিডিআরবি কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন