Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


হাসপাতালে মা ও শিশুদের জন্য পৃথক ৩০ শয্যা রাখা হবে : স্বাস্থ্যমন্ত্রী

Main Image

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী


টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষে প্রতিটি হাসপাতালে মা ও শিশুদের জন্য ৩০ শয্যা বরাদ্দ রাখার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে মন্ত্রী এ আশ্বাস দেন। 

মা ও শিশু মৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ওজিএসবি’র ভূয়সী প্রশংসা করেন স্বাস্থ্যমন্ত্রী। 

তিনি জানান, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে মাতৃমৃত্যুর হার  কমাতে হবে। শিশু মৃত্যু ১২ শতাংশের নিচে আনতে হবে।

লক্ষ্য পূরণে প্রতিটি হাসপাতালে মা ও শিশুদের জন্য পৃথক ৩০ শয্যা রাখার আশ্বাস দেন  জাহিদ মালেক।

অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, স্বাস্থ্য সূচকের মূল অবদান ওজিএসবি’র। এ সংগঠনের সহযোগিতা ছাড়া স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব নয়।’

অনুষ্ঠানে আরও বক্তব্যে দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ ও পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক শাহান আরা বানু, ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ডা. টিএ চৌধুরী, জাতীয় অধ্যাপক সাহলা খাতুন, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি ডা. কাজী দ্বীন মোহাম্মদসহ অনেকে। 

আরও পড়ুন