Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


আইএমসিএইচে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

Main Image

দীর্ঘদিন হাসপাতালের নার্স এবং নার্সিং শিক্ষার্থীরা ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে অপ্রীতিকর আচরণ করে আসছেন


গাজীপুরের টঙ্গী ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (আইএমসি) হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা। সকালে কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন চিকিৎসকরা।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালের নার্স এবং নার্সিং শিক্ষার্থীরা ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে অপ্রীতিকর আচরণ করে আসছেন। কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

আরও পড়ুন