Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


রাসিক মেয়রের জমিতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র

Main Image

রাজশাহীতে পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলতে সিআরপিকে দান করা ১৫ বিঘা জমিতে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে


দীর্ঘ ১৫ বছর ধরে রাজশাহী সিটি (রাসিক) করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী শাহীন আক্তার রেনী পক্ষাঘাতগ্রস্ত, পঙ্গু ও প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে আসছেন। মানুষের জন্য তাদের স্থায়ীভাবে কিছু করার প্রত্যাশা রূপ নিচ্ছে বাস্তবে।

পক্ষাঘাতগ্রস্তদের রাজশাহীতে পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলতে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডকে (সিআরপি) দান করা ১৫ বিঘা জমিতে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মেয়র লিটন বলেন, ‘আমি ও আমার স্ত্রী পক্ষাঘাতগ্রস্ত, পঙ্গু ও প্রতিবন্ধীদের কল্যাণে কয়েকটি সংগঠনের সঙ্গে জড়িত থেকে কাজ করেছি। সব সময় মনে হয়, তাদের জন্য স্থায়ীভাবে যদি কিছু করতে পারতাম। সেই চিন্তা থেকেই পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলতে ১৫ বিঘা জমি সিআরপিকে দিয়েছি।’

তিনি বলেন, ‘এই পুনর্বাসন কেন্দ্রে প্রতিবছর বেশ কয়েক হাজার রোগী স্ট্রোকের চিকিৎসা ও অন্যান্য শারীরিক প্রতিবন্ধকতার চিকিৎসা পাবেন। আমাদের মন আনন্দে উদ্বেলিত হবে, সেই সময়ের অপেক্ষায় আছি।’

আরও পড়ুন