Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫২, অধিকাংশ স্কুলশিক্ষার্থী

Main Image

হতাহতদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি ছিল। কারণ দুপুর ১টার দিকে তারা সবাই স্কুলে ছিল


ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী। সোমবার (২১ নভেম্বর) দেশটির জাভা দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২৫২ দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া স্কুলশিক্ষার্থী আপ্রিজাল মুলাইদি বলে, ‘ভূমিকম্পে পুরো কক্ষটি ধসে পড়ে। এ সময় ধ্বংসস্তূপের নিচে আমার পা চাপা পড়ে।’ এক পর্যায়ে বন্ধু জুলফিকার তাকে ধাক্কা দিয়ে নিরাপদে সরিয়ে দিলে সে বেঁচে যায় বলে জানায় আপ্রিজাল মুলাইদি। কিন্তু আটকে পড়া জুলফিকার সেখানেই প্রাণ হারায়।

আপ্রিজাল মুলাইদি আরও জানায়, ভবনের ছাদ ও দেয়াল ধসে পড়ায় লোকজন আটকা পড়ে যায়। সবকিছুই খুব দ্রুত ঘটে।

ভূমিকম্পে নিহতদের বেশির ভাগই স্কুলশিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) সদস্য হেনরি আলফিয়ানদি। তিনি বলেন, হতাহতদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি ছিল। কারণ দুপুর ১টার দিকে তারা সবাই স্কুলে ছিল।

সোমবার ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশটির পাহাড়ি এলাকায় আঘাত হানে। এতে পার্শ্ববর্তী সিয়ানজুর শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভূমিধসের ফলে অন্তত একটি গ্রাম মাটিচাপা পড়ে।   

আরও পড়ুন