Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


করোনা সংক্রমণ বাড়ায় চীনে বন্ধ পার্ক-জাদুঘর

Main Image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার চীনে দুজন মারা যায়


চীনে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটিতে শনাক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ জন্য মঙ্গলবার (২২ নভেম্বর) থেকে বেইজিংয়ে পার্ক ও জাদুঘর বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি শহরে গণপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

সোমবার চীনে করোনাভাইরাসে আক্রান্ত ২৮ হাজার ১২৭ জনকে শনাক্ত করা হয়েছে, যা গত এপ্রিলের সর্বোচ্চ দৈনিক সংক্রমণের কাছাকাছি।

শনাক্তদের মধ্যে অর্ধেকের বেশি দক্ষিণের শহর গুয়াংঝৌউ ও দক্ষিণ-পশ্চিমের চংকিং শহরের। রাজধানী বেইজিংয়ে শনাক্তের সংখ্যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ফলে কর্তৃপক্ষ স্থানীয়দের বাসা থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার চীনে দুজন মারা যায়। এর আগে শনি ও রবিবারে আরও তিনজন মারা গেছেন। মে মাসের পর চীনে এটাই করোনাভাইরাসজনিত মৃত্যুর প্রথম ঘটনা।

বেইজিং কর্তৃপক্ষ সোমবার সতর্ক করে বলেছে, তারা করোনাভাইরাস মহামারীর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে। কর্তৃপক্ষ রাজধানী শহরে প্রবেশের নিয়ম আরও কঠিন করেছে।

বর্তমান নিয়ম মতে, চীনের অন্য যেকোনো জায়গা থেকে বেইজিংয়ে আসার আগে নিজ অবস্থানে থেকে পরপর তিন দিন করোনাভাইরাস টেস্ট করে নেগেটিভ ফল পেতে হবে। তবেই তারা রাজধানীর উদ্দেশে রওনা হতে পারবেন।

আরও পড়ুন