Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


বিশেষ করোনা টিকা ক্যাম্পেইন ১ ডিসেম্বরে

Main Image

১ ডিসেম্বর থেকে শুরু হবে, চলবে ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত


আসন্ন বিজয় দিবস উপলক্ষে দেশজুড়ে সাত দিনের করোনার বিশেষ টিকা ক্যাম্পেইন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে বিজয় দিবস আসছে। এ উপলক্ষে করোনার টিকার ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছি। এটি ১ ডিসেম্বর থেকে শুরু হবে, চলবে ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত।

তিনি বলেন, বিশেষ এই টিকা ক্যাম্পেইনে ৯০ লাখ লোককে টিকা দেওয়া হবে। আমরা এর আগে যতগুলো ক্যাম্পেইন করেছি, সবগুলোই সফল হয়েছে। আশা করি এটিও সফল হবে।

দেশে এখন পর্যন্ত ১৪ কোটি ৬৯ লাখ মানুষকে প্রথম এবং ১২ কোটিরও বেশি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন