Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ক্ষতিকারক কোলেস্টেরল এক ধাক্কায় কমবে ৭০ শতাংশ!

Main Image

কোলেস্টেরল


সম্প্রতি গবেষকরা এমন ওষুধের সন্ধান পেয়েছেন যা এক নিমেষে ৭০ শতাংশ কোলেস্টেরল কমাতে পারে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি হসপিটালস (ইউএইচ) এবং কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে পরিচালিত গবেষণা প্রতিবেদনের আলোকে খবর প্রকাশ করেছে ভারতীয় পত্রিকা দ্য হিন্দু। 

সেল রিপোর্ট জার্নালে প্রকাশিত গবেষণার বরাতে প্রকাশিত খবরে বলা হয়েছে, কোলেস্টেরলের মাত্রা কমানোর ওষুধের নাম পিসিএসকে৯ (PCSK9)। এটি অতি দ্রুত রক্ত থেকে অতিরিক্ত কোলেস্টেরল বের করে দেয়। 

গবেষকরা পিসিএসকে৯ এর অণুগুলো পরীক্ষা করে দেখেন, ওই ওষুধে কোলেস্টেরলের মাত্রা এক ধাক্কায় কমেছে ৭০ শতাংশ।

চিকিৎসা বিজ্ঞানীদের তথ্য মতে, কোলেস্টেরল হলো মোম জাতীয় পদার্থ। রক্ত ধমনীর দেওয়ালে খারাপ কোলেস্টেরল জমতে থাকলে শরীরে নানা ধরনের উপসর্গ দেখা দেয়।  এর মাত্রা বেড়ে গেলে স্ট্রোক, হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায়। 

পিসিএসকে৯ ওষুধকে কোলেস্টেরলের মাত্রা কমানোর নতুন উপায় হিসেবে দেখছেন গবেষকরা।

গবেষকরা বলছেন, সুস্বাস্থ্য বজায় রাখতে শুধু ওষুধের ওপর নির্ভর করলে চলবে না। এজন্য  ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে। খাবারে তেলের ব্যবহার কমাতে হবে। পাশাপাশি খাওয়া-দাওয়ার ওপর বিশেষ যত্ন নিতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় ফাইবার বা আঁশযুক্ত খাবার বেশি রাখতে হবে। সেইসাথে নিয়মিত শরীরচর্চার পরামর্শ তাদের। 

আরও পড়ুন