Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


পাকিস্তানে ডিপথেরিয়ায় ৩৯ শিশুর মৃত্যু

Main Image

পাকিস্তানে ডিপথেরিয়ায় ৩৯ শিশুর মৃত্যু


ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে পাকিস্তানে ৩৯ শিশু-কিশোর মারা গেছে। সূত্র : জিও নিউজ

দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে শিশুদের মধ্যে  ডিপথেরিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরেও রোগটিতে আক্রান্ত হচ্ছে শিশুরা।

এমন পরিস্থিতির জন্য ফেডারেল ও প্রদেশিক সরকারকে দায়ী করেছেন দেশটির চিকিৎসা সংশ্লিষ্টরা। অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা।

এদিকে, ডিপথেরিয়া প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, ইউনিসেফের পক্ষ থেকে রোগ প্রতিরোধী সিরাম দেওয়ার কথা বলা হয়েছে। একই ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

আরও পড়ুন