Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


ওসমানী মেডিকেলের কোয়ার্টারের ছাদে মিলল সরকারি ওষুধ

Main Image

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন স্টাফ কোয়ার্টারের ছাদ থেকে সরকারি ওষুধ উদ্ধার


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন স্টাফ কোয়ার্টারের ছাদ থেকে সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওষুধের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। সূত্র : আরটিভি অনলাইন।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে রিকাবীবাজার এলাকার স্টাফ কোয়ার্টারের (১১-জ নম্বর) বাসার চিলেকোঠা থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, ওষুধ উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওষুধ চুরি বা পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। 

আরও পড়ুন