Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


কর্নেল মালেক মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কমিটি গঠন

Main Image

মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) এর নতুন কমিটি গঠন


মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২২-২৩ সেশনের জন্য গঠিত ইচিপের সভাপতি ডা. সৈয়দ তানভীর আহম্মেদ ও সাধারণ সম্পাদক ডা. মো: মাহফুজুর রহমান শুভ। মঙ্গলবার (১৫ নভেম্বর) নতুন এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। 


ইচিপের নব-গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন : 


সিনিয়র সহ-সভাপতি :  ডা. মো: রাহাত মাহমুদ।


সহ-সভাপতি করা হয়েছে ২ জন। তারা হলেন, ডা. ইসরাত জাহান ও ডা. মো: ইমরান হোসেন। 


যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ৪ জনকে। তারা হলেন, ডা. মো: আব্দুল্লাহ আল মামুন, ডা. জিসানুর রহমান, ডা. ইয়াওমুন ফাবিহা, বাকী একটি পদ সংরক্ষিত। 


সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ৪ জনকে।  তারা হলেন, ডা. আব্দুল্লাহ সালমান, ডা. সাদিয়া জাহান, ডা. মালিহা ইসলাম, ডা. সাবিহা ফারজানা। 


দপ্তর সম্পাদক : ডা. অং সিং নু মারমা। 


প্রচার সম্পাদক : ডা. আল ফাতেহা জান্নাত। 


অর্থ বিষয়ক সম্পাদক : এহসান আহমেদ সানি। 


স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : ডা. সাদিয়া সাত্তার সেতু। 


গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক : ডা. মেহনাজ গাজী মিম। 


ক্রীড়া বিষয়ক সম্পাদক : ডা. কাইয়ুম মিয়া। 


সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : ডা. নানজিবা রহমান সুজানা। 


ধর্ম বিষয়ক সম্পাদক : ডা. আসমা আক্তার মুন্নী। 


সহ-সম্পাদক করা হয়েছে ৪ জনকে। তারা হলেন : ডা. আনিকা তাহসিন, ডা. রাব্বি আল আরিফা লিম, ডা. ময়না কলি ও একটি পদ সংরক্ষিত রাখা আছে।  


কার্যকরী সদস্য করা হয়েছে ৭ জনকে। তারা হলেন : ডা. নাহিদা আক্তার নাহা, ডা. শাহানা আক্তার, ডা. দেবলীনা সাহা লগ্ন, ডা. তাহিয়া জান্নাত ও ৩ টি পদ সংরক্ষিত রাখা হয়েছে। 

আরও পড়ুন