Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


স্কয়ার মাতা অনিতা চৌধুরী আর নেই

Main Image

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী


স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী রোববার দুপুর ১টা ৬ মিনিটে স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

অনিতা চৌধুরী স্কয়ার মাতা হিসেবে পরিচিত। তিনি স্কয়ার গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর মা।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে স্কয়ার পরিবার।

প্রসঙ্গত : ৪ বন্ধুর হাত ধরে ১৯৫৮ সালে ওষুধের ব্যবসা দিয়ে যাত্রা শুরু করে স্কয়ার গ্রুপ। যার মূল কাণ্ডারি ছিলেন স্যামসন এইচ চৌধুরী।  

বর্তমানে  স্কয়ার গ্রুপের ব্যবসা ৮টি খাতে বিস্তৃত। সেগুলো হচ্ছে- ১. স্বাস্থ্যসেবা, ২. ভোগ্যপণ্য, ৩. বস্ত্র, ৪. মিডিয়া, ৫. টিভি ও তথ্যপ্রযুক্তি, ৬.; নিরাপত্তা সেবা, ৭. ব্যাংক ও ইনস্যুরেন্স, ৮. হেলিকপ্টার ও কৃষিপণ্য। তাঁদের প্রতিষ্ঠানের সংখ্যা সর্বমোট ২০টি।

আরও পড়ুন