Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শামসুল আলম আর নেই

Main Image

বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শামসুল আলম


রাজধানীর এভার কেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শামসুল আলম আর নেই। আজ শনিবার (১২ নভেম্বর)  ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন।

দীর্ঘদিন ধরে হেপাটিক মেটাস্টাটিক ক্যান্সারে ভুগছিলেন প্রয়াত ডা. শামসুল আলম। বিগত ২ জুন নিজেই সোশ্যাল মিডিয়ায় মাফ চেয়ে নিয়েছিলেন তিনি। 

ডা. শামসুল আলমের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস. এম. মোস্তফা জামান। নিজ ফেসবুক টাইম লাইনে তিনি লিখেছেন, এই অমায়িক বন্ধু বৎসল মানুষটির সাথে আর কখনো দেখা হবেনা, কথা হবেনা। এভারকেয়ার হাসপাতালে গেলে তার অসাধারন আতিথেয়তায় আর মুগ্ধ হবে না … যেখানেই থাকুক ভালো থাকুক।
মহান আল্লাহ তাকে বেহেশত নসীব করুন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

আরও পড়ুন