Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


৫৩ দিন পর চট্টগ্রামে করোনা শনাক্ত শূন্য

Main Image

সাতটি পরীক্ষাগারে ৮৯ জনের নমুনা পরীক্ষা করে কারও মধ্যে করোনার সংক্রমণ মেলেনি


চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনাভাইরাসের রোগী পাওয়া যায়নি। ৫৩ দিন পর এই জেলায় কভিড রোগীশূন্য দিন মিলল।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে শনিবার দেওয়া তথ্যে দেখা গেছে, সরকারি-বেসরকারি মিলিয়ে সাতটি পরীক্ষাগারে ৮৯ জনের নমুনা পরীক্ষা করে কারও মধ্যে করোনার সংক্রমণ মেলেনি।

এর আগে সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রামে রোগীশূন্য দিন মিলেছিল। ওইদিন ৬৯ জনের নমুনা পরীক্ষায় কারও মধ্যে সংক্রমণ ধরা পড়েনি।

সংক্রমণের শুরুর দিন থেকে এ পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলা মিলিয়ে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৩৬৭ জন।

আরও পড়ুন