Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


করোনায় মৃত্যু শূণ্য দিনে শনাক্ত ৬৯

Main Image

করোনায় মৃত্যু শূণ্য দিনে শনাক্ত ৬৯


গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু না হলেও ৬৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।


বৃহস্পতিবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৫২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।


দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৬ হাজার ৬১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৬ জনের। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ২৫৮ জন।


উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশ প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

 

আরও পড়ুন