Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বাংলাদেশি চিকিৎসককে সম্মান জানালো আইসিসি

Main Image

আইসিসি’র ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক মেডিকেল কো-অর্ডিনেটর ডা. আনিস  আহমেদ


চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২২’ এর ট্রফি তুলে দিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ও ক্রীড়া সংগঠক ডা. আনিস আহমেদকে সম্মান জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সূত্র : মনের খবর.কম। 

গত ৬ নভেম্বর দক্ষিণ আফিকা ও নেদারল্যান্ডের মধ্যকার সুপার টুয়েলভের ম্যাচের আগে অ্যাডিলেড ওভালে ট্রফি নিয়ে প্রবেশ করেন বাংলাদেশ ক্রিকেট দলের এই সাবেক মেডিকেল কো অর্ডিনেটর। 

এক প্রতিক্রিয়ায় তিনি জানান, খেলা চলাকালে ট্রফি নিয়ে ক্রিকেট মাঠে প্রবেশের সুযোগ দেয়ার মাধ্যমে আইসিসি আমাকে সম্মান জানিয়েছে। এজন্য আমি আইসিসির কাছে কৃতজ্ঞ। এ সম্মান বাংলাদেশের, বাংলাদেশ ক্রিকেটের।  কমিউনিটি ক্রিকেটে অবদানের জন্য আইসিসি’র এই সম্মান বলে জানান তিনি।

উল্লেখ্য, ডা. আনিস আহমেদ ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের চিকিৎসক দলের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। সেখানকার সাউথ ওয়েলস ক্রিকেট অ্যাসোসিয়েশন’র সদস্য। সাউথ অস্ট্রেলিয়ার এ ক্রিকেট সংস্থার বোর্ড অব গভর্নমেন্টে নির্বাচনেও তিনি অংশ নিয়েছেন। ২০০৭ সালে অ্যাডিলেটে ‘হারমোনি ক্রিকেট’ (সম্প্রীতি) সংগঠিত করেন।

আরও পড়ুন