Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫


বেসরকারীতেও সরকার নির্ধারিত ফি-তে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ

Main Image

ডেঙ্গু শনাক্ত পরীক্ষা


সরকার নির্ধারিত ফি নিয়ে ডেঙ্গু শনাক্ত পরীক্ষা করাতে বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ৭ নভেম্বর (সোমবার) এ সংক্রান্ত নির্দেশ সম্বলিত বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে অধিদপ্তর। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মৌখিক নির্দেশনার প্রেক্ষিতে বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর জন্য ডেঙ্গু পরীক্ষার ফি পুনঃনির্ধারণ করা হলো। 

নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বেসরকারী হাসপাতালগুলো ডেঙ্গুর NS1 পরীক্ষা করতে সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবে। 

1gG & 1gM for Dengue পরীক্ষার জন্যও সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবে প্রতিষ্ঠানগুলো। 

এছাড়াও, CBC পরীক্ষা করাতে সর্বোচ্চ ৪০০ টাকা নেয়া যাবে। 

প্রসঙ্গত: সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ পরীক্ষা করাতে ১০০ টাকা ফি দিতে হবে।  ২০১৯ সালের পর এবারই ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে। দেশে গত দু’মাস ধরে আশঙ্কাজনক হারে বেড়েছে মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত ও প্রাণহানীর  সংখ্যা।

আরও পড়ুন