Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং

Main Image

বিবিসিএএফ এর সহযোগিতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে রোটারাক্ট ক্লাব অফ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিনব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং প্রোগ্রাম


বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ফোরাম (বিবিসিএএফ) এর সহযোগিতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে রোটারাক্ট ক্লাব অফ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিনব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং প্রোগ্রামের অনুষ্ঠিত হয়েছে। সেখানে স্ক্রিনিং সেবা প্রদান করেছে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট। প্রায় ১৩০ জন মহিলা স্ক্রিনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। বোর্ড অফ ট্রাস্টিস অফ সিওসি ট্রাস্টিস এর চেয়ারপার্সন মোসাররাত জাহান সৌরভ, ব্র্যাক হেলথ সার্ভিসেস এর ম্যানেজার ডা, মধুরা চৌধুরী। 

অনুষ্ঠানে জানানো হয়, লালমাটিয়ার কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টে এন.বি. ভর্তুকি সংক্রান্ত তদন্ত সহ বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং সেবা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলো যোগাযোগ (মোবাইল নাম্বার ০১৯৭৭৫৯১৯০৭) করতে আহ্বান জানানো হয়েছে। 

আরও পড়ুন