Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


কলকাতায় রোগী না থাকায় কমছে কভিড শয্যা

Main Image

তবে করোনা রোগী এলে দুটি হাসপাতালই পরিকল্পনা নিয়েছে আইসোলেশন ওয়ার্ডে রাখার


ভারতে করোনার প্রকোপ অনেকটাই কমে গেছে। হাসপাতালগুলোতে নেই রোগীর চাপ। এ জন্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হাসপাতালে কমছে কভিড শয্যা।

আনন্দবাজার পত্রিকা বলছে, কিছুদিন ধরে কলকাতার আমরি হাসপাতালে কোনো কেভিড রোগী ভর্তি হয়নি। ফলে এ রোগের জন্য আলাদা শয্যা বাতিল করা হয়েছে। অন্যদিকে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালেও বাদ দেওয়া হয়েছে কভিড শয্যা। তবে করোনা রোগী এলে দুটি হাসপাতালই পরিকল্পনা নিয়েছে আইসোলেশন ওয়ার্ডে রাখার।

বরীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশানাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সে কভিড রোগীদের জন্য বর্তমানে ২০টি শয্যা রয়েছে। আগামী সপ্তাহ থেকে তা কমিয়ে ৮টি করা হবে। চার্নক হাসপাতালে ১৮টি শয্যা থাকলেও কোনো রোগী নেই। উডল্যান্ডসেও শেষ কভিড রোগীকে গত শনিবার ছাড়পত্র দেওয়া হয়েছে।

আরও পড়ুন