ফিজিয়াট্রি দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অনুষ্ঠান
ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ফিজিয়াট্রি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (১ নভেম্বর) সকালে মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে ফিজিয়াট্রি দিবসের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর একটি র্যালি ডিএমসি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
বেলা ১২টা থেকে ডিএমসি’র মিল্টন হলে শুরু হয় বৈজ্ঞানিক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিয়া। সভাপতিত্ব করেন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজমুল হক ও ডিএমসি’র উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী।
সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমএস) অধ্যাপক ডা. মো: শাহাদাৎ হোসাইন, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক ডা. আহমেদ হোসাইন চৌধুরী।
সেমিনারে এক্সপার্ট প্যানেলে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান, ডিএমসি’র ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. আসাদুল কবির, ডিএমসি’র অর্থপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফখরুল আমিন খান, ডিএমসি’র রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাহারা হক।
এতে স্পিকার ছিলেন ডিএমসি’র ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মনিরুজ্জামান। মডারেটর ছিলেন ডিএমসি’র ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুনাম কুমার বড়ুয়া।
স্বাগত বক্তব্য রাখেন ডিএমসি’র ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. অপরাজেয় বিভাব বিকাশ বড়াল।
আরও পড়ুন