হাসপাতালে রোগী ভর্তি
হাসপাতালে ভর্তির সময় রোগীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর রেকর্ড রাখার পদক্ষেপ নিতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্প্রতি (২১ সেপ্টেম্বর) অধিদপ্তরের মহাপরিচালকের সম্মতিতে পরিচালক (এমআইএস ও লাইন ডাইরেক্টর, এইচআইএস এন্ড ই-হেলথ) সাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আপনার হাসপাতালে চিকিৎসাগ্রহণকারী ব্যক্তির তথ্যাদি সঠিকভাবে সংরক্ষণের স্বার্থে রোগীর ভর্তি ফরমে পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্রের নম্বর/জন্ম নিবন্ধন নম্বর রেকর্ড করা হবে। এজন্য জাতীয় পরিচয়পত্রের নম্বর/ জন্ম নিবন্ধন নম্বর সম্বলিত একটি সিল রোগীর ভর্তি ফরমে উল্লেখ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন