Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


হাসপাতালে ভর্তিতে লাগবে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন

Main Image

হাসপাতালে রোগী ভর্তি


হাসপাতালে ভর্তির সময় রোগীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর রেকর্ড রাখার পদক্ষেপ নিতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্প্রতি (২১ সেপ্টেম্বর) অধিদপ্তরের মহাপরিচালকের সম্মতিতে পরিচালক (এমআইএস ও লাইন ডাইরেক্টর, এইচআইএস এন্ড ই-হেলথ) সাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।  

নোটিশে বলা হয়েছে, আপনার হাসপাতালে চিকিৎসাগ্রহণকারী ব্যক্তির তথ্যাদি সঠিকভাবে সংরক্ষণের স্বার্থে রোগীর ভর্তি ফরমে পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্রের নম্বর/জন্ম নিবন্ধন নম্বর রেকর্ড করা হবে। এজন্য জাতীয় পরিচয়পত্রের নম্বর/ জন্ম নিবন্ধন নম্বর সম্বলিত একটি সিল রোগীর ভর্তি ফরমে উল্লেখ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। 

আরও পড়ুন