Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


হাসপাতালে ক্ষুব্ধ রোগীর মুখোমুখি ঋষি সুনাক

Main Image

দক্ষিণ লন্ডনের ক্রায়োডন হাসপাতাল পরিদর্শনে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী


স্বাস্থ্যসেবার চিত্র দেখতে শুক্রবার দক্ষিণ লন্ডনের ক্রায়োডন হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ সময় এক রোগী তাকে হাসপাতাল  কর্মীদের ব্যাপারে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন। সূত্র : সংবাদ সংস্থা রয়টার্স। 

হাসপাতাল সফরকালে ওই বৃদ্ধার বেডের সামনে গিয়ে তিনি জানতে চান, নার্স ও হাসপাতালের কর্মীরা ঠিকভাবে তার দেখাশোনা করছে কি না। জবাবে রোগীটি তাকে বলেন, ‘ওরা সব সময়ই ভালোভাবে কাজ করে। দুর্ভাগ্যজনকভাবে আপনারা তাদের ঠিকভাবে বেতন দেন না।’

এর জবাবে ঋষি বলেন, ‘আমি চেষ্টা করব।’ এরপর কিছুটা ক্ষুব্ধ হয়ে ওঠেন বৃদ্ধা। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তিনি বলেন, ‘না, আপনারা ঠিকমতো চেষ্টা করছেন না। আরও সক্রিয় হতে হবে।’ ঋষি এবার জবাব দেন, ‘ঠিক আছে, তাই হবে।’

প্রসঙ্গত: দেশটির হাসপাতালগুলোর প্রায় ৩ লাখ নার্সের অভিযোগ, কাজ অনুযায়ী তাদের বেতন দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন