Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


প্রসব পরবর্তী জটিলতায় মারা গেলেন ডা. সাবিহা

Main Image

শোকবার্তা


প্রসব পরবর্তী জটিলতায় না ফেরার দেশে পাড়ি জমালেন পাবনা সদর হাসপাতালে গাইনি অ্যান্ড অবস্ বিভাগের চিকিৎসক সাবিহা রহমান সাথী। শনিবার (২৯ অক্টোরব) সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র ১২ দিন আগে ছেলে সন্তান প্রসব করেন ২৯ বছর বয়সী এই চিকিৎসক।  

রংপুর নর্দান (প্রাঃ) মেডিকেল কলেজের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি।

স্বজনেরা জানান, ১২দিন আগে পুত্র সন্তান জন্ম দেন ডা. সাবিহা। পরে প্রসব পরবর্তী জটিলতায় স্ট্রোক করেন। এরপর চিকিৎসা করালেও ডা. সাবিহার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। গতকাল ১৩ দিনের ছেলে ও আরও এক মেয়ে রেখে পরপারে পাড়ি জমালেন ডা. সাবিহা রহমান সাথী।

আরও পড়ুন