Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


রাজনীতি বুঝতেই ডাক্তারি পড়েছি: দীপু মনি

Main Image

বাবার কথাটা খুব মনে ধরে এবং আমি রাজনীতি করব বলেই আমাকে ডাক্তার হতে হবে


জীবনের লক্ষ্য ও ক্যারিয়ার প্ল্যানে কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, রাজনীতি করব এবং সেটি ভালোভাবে বুঝে, দক্ষতা নিয়ে জনসেবা করার জন্যই ডাক্তারি, আইন ও জনস্বাস্থ্য নিয়ে পড়ালেখা করেছি। ভিন্ন ভিন্ন বিষয় পড়লেও লক্ষ্য ছিল রাজনীতি করা।

শনিবার (২৮ অক্টোবর) বাংলা একাডেমিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ‘রুম টু রিচ’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

কী হতে চেয়েছিলেন, লক্ষ্য কী বদল হয়েছে— শিক্ষার্থীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতির একটি পরিবেশে বড় হয়েছি। একদম ছোট বেলায় কেউ জিজ্ঞেস করলেও বলতাম- বড় হয়ে রাজনীতিক হব। ধীরে ধীরে বড় হয়েছি, কখনও ভাবিনি অন্য কিছু হব।’

দীপু মনি বলেন, ‘আমি শিক্ষকতা ও রাজনীতি এক সঙ্গে করব ভেবেছিলাম। আমার মা খুব জোরেশোরে বলেছেন পেশাজীবী হতে। বাবা বললেন, তুমি রাজনীতি করতে চাও, জীবনটা তোমার, সিদ্ধান্তও তোমার। তবে আমার রাজনীতির জীবন থেকে বলতে পারি, তুমি যদি চিকিৎসক হও তাহলে মানুষের কাছাকাছি যাওয়া অনেক সহজ হবে।’

তিনি বলেন, ‘বাবার কথাটা খুব মনে ধরে এবং আমি রাজনীতি করব বলেই আমাকে ডাক্তার হতে হবে। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিলাম, হয়েও গেল। যেদিন থেকে মেডিকেল কলেজে ঢুকেছি, সেদিন থেকে রাজনৈতিক দলের সদস্য হয়েছি।’

মেডিকেল কলেজ থেকে বেরিয়ে আইন পড়েছেন শিক্ষমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আইন পড়ার সুযোগ হয়েছে, জনস্বাস্থ্য নিয়ে পড়ার সুযোগ হয়েছে। সে হিসেবে যদি বলি ক্যারিয়ার প্ল্যান; সেটির কোনো ব্যত্যয় ঘটেনি।’

আরও পড়ুন