Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ক্যান্সার চিকিৎসা ব্যবস্থায় নতুন মাইলফলক

Main Image

বিএসআরও আয়োজিত ক্যান্সার বিশেষজ্ঞ নবীন-প্রবীণ সম্মিলন


বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থায় নতুন মাইলফলক স্থাপিত হলো। শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিএসআরও কর্তৃক আয়োজিত ক্যান্সার বিশেষজ্ঞ নবীন-প্রবীণ সম্মিলন। এতে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের প্রায় ৩০০ জন ক্যান্সার চিকিৎসক। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিসিপিএসের সভাপতি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। 

ব্যতিক্রমী এই অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. এম আব্দুল হাই। 

স্বাগত বক্তব্য রাখেন বিএসআরও’র সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া। 

সভাপতিত্ব করেন বিএসআরও’র সভাপতি অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন। 

আরও পড়ুন