Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা করাতে যুক্তরাজ্য ও জার্মানি যাচ্ছেন রাষ্ট্রপতি

Main Image

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ


স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সূত্র : বাসস। 

এ প্রসঙ্গে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইটে শনিবার বাংলাদেশ সময় রাত ৩টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিণী রাশেদা খানম। 

রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চক্ষু পরীক্ষা করাবেন।

প্রেস সচিব আরও বলেন, ১৬ দিনের সফর শেষে রাষ্ট্রপতি ১৩ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

প্রায় ৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালেও তিনি জার্মানি ও লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

আরও পড়ুন