Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


ইউএইচএফপিও ফোরামের নব-নির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

Main Image

ইউএইচএফপিও ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় শরীয়তপুরের জাজিরা উপজেলা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের জাতীয় সংগঠন ইউএইচএফপিও ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় শরীয়তপুরের জাজিরা উপজেলা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। 

বুধবার শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল, জাজিরা পৌরসভার মেয়র মো. ইদ্রিস মাদবর, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা কৃষি অফিসার জামাল হোসেন মিয়া, অফিসার ইন চার্জ মোস্তাফিজুর রহমান, বিভিন্ন দপ্তরের প্রধানগন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।

আরও পড়ুন