Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


সিত্রাং মোকাবিলায় চট্টগ্রামে ২৯০টি মেডিকেল টিম

Main Image

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়


ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় চট্টগ্রাম মহানগরীসহ ১৫ উপজেলায় ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী। সূত্র : বাংলানিউজ। 

তিনি জানান, ঘূর্ণিঝড়ের জরুরি মুহুর্তে সেবা দিতে চট্টগ্রামের ১৫ উপজেলার ২০০টি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম কাজ করবে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে মেডিকেল টিম, ৯টি আরবান ডিসপেনসারির অধীন ৯টি টিম, চট্টগ্রাম স্কুল হেলথ ক্লিনিকে ১টি টিম ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে ৫টি মেডিকেল টিম।

সেইসাথে সিভিল সার্জন কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দুর্যোগের মুহূর্তে কোথাও কোনো মেডিকেল সাপোর্ট প্রয়োজন হলে মেডিকেল টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যাবে বলে জানান ডা. ইলিয়াছ চৌধুরী।  

এদিকে, পরিস্থিতি মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডেকেছেন জেলা প্রশাসক। সোমবার দুপুর সাড়ে ১২টায় শুরু হয় এ সভা। এছাড়া সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আলাদা কন্ট্রোল রুম।  

আরও পড়ুন