Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


কর্মবিরতিতে রামেকের ইন্টার্ন চিকিৎসকরা

Main Image

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে হামলা ও ভাংচুর করেছে রাবির শিক্ষার্থীরা।


হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলাকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিচার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ও কর্মবিরতি করছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার রাত পৌনে ১১টায় এ ঘোষণা দেন তারা। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. ইমরান বলেন, রাবির মরে যাওয়া ঐ ছাত্রকে আমাদের চিকিৎসকরা সাধ্যমতো চিকিৎসা দিচ্ছিলেন। আইসিইউতে নেওয়ার ব্যবস্থা করেছিলেন। কিন্তু তার আগেই রোগীটির মৃত্যু হয়। 

রাবির ওই শিক্ষার্থী মারা যার পরই একদল দুর্বৃত্তপরায়ন শিক্ষার্থী আমাদের চিকিৎসকদের ওপর হামলা করে এবং হাসপাতালে ভাঙচুর চালায়। এ ঘটনায় চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। এমন পরিবেশে দায়িত্বপালন সম্ভব নয়। হামলার বিচার ও নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা কাজে নামবো না।

প্রসঙ্গত : হলের বারান্দা থেকে নিচে পড়ে শাহরিয়ার নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক  শিক্ষার্থী গুরুতর আহত হন। বুধবার রাত ৮টার দিকে রাবির শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান বলে জানান হলের শিক্ষার্থীরা। পরে তাঁকে মুমূর্ষু  অবস্থায় রামেক হাসপাতালে নেওয়া হয়। এর পরই তিনি মারা যান।

নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁঁর গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

এ ঘটনায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামেক হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ভাঙচুর চালায়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই তিনি মারা যান। তবে ওই শিক্ষার্থী ঠিক কিভাবে পড়ে যান তা জানাতে পারেননি ছাত্র উপদেষ্টা।

আরও পড়ুন