Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


ইবোলা ছড়িয়ে পড়ায় উগান্ডায় লকডাউন জারি

Main Image

উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব


মরণব্যাধী ইবোলার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কেন্দ্রস্থল দুটি জেলায় লকডাউন আরোপ করেছেন উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি। লকডাউনের আওতায় ভ্রমণ নিষিদ্ধ, রাতের বেলা কারফিউ জারি এবং পাবলিক স্থানগুলি বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এএফপি।

উগান্ডার স্বাস্থ্য মন্ত্রনালয় বলেছে, ২০ সেপ্টেম্বর প্রথম প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে মারাত্মক ভাইরাস হেমোরেজিক জ্বরে দেশটিতে ১৯ জন মারা গেছেন। আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৮ জন।

কর্তৃপক্ষ বলছে যে প্রাদুর্ভাবটি মুবেন্দে এবং কাসান্দার জেলাগুলিতে কেন্দ্রীভূত এবং টেস্টে এক দম্পতির পজেটিভ পাওয়া সত্ত্বেও ১৫ লাখ লোকের বসবাসকারী রাজধানী কাম্পালায় ইবোলা ছড়িয়ে পড়েনি।

এক টেলিভিশন ভাষণে মুসেভেনি শনিবার মুবেন্দে এবং কাসান্ডাতে অবিলম্বে লকডাউনের নির্দেশ দেন, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি, ভ্রমণ নিষিদ্ধ এবং বাজার, বার এবং গির্জা ২১ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

গেরিলা নেতা থেকে প্রেসিডেন্ট হয়ে ১৯৮৬ সাল থেকে উগান্ডা শাসনকারী প্রেসিডেন্ট মুসেভেনি বলেছেন ‘আমি এখন নিম্নোক্তভাবে নির্দেশ দিচ্ছি: মুবেন্দে এবং কাসান্ডা জেলায় এখন চলাফেরা নিষিদ্ধ’।

আরও পড়ুন