Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


‘না পুড়লে বুঝতাম না পোড়ার কষ্ট’

Main Image

দেশে চিকিৎসা ব্যবস্থার ওপর সবার আস্থা রাখা উচিত


প্রায় এক মাস পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন।

গাজীপুরে পুলিশের এক অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে ১৬ সেপ্টেম্বর দগ্ধ হন রনি। চিকিৎসা শেষে তার বাসায় ফেরা উপলক্ষে হাসপাতালে সংবাদ সম্মেলন হয়।

এ সময় আবু হেনা রনি বলেন, সচেতনতার কোনো বিকল্প নেই। দেশে চিকিৎসা ব্যবস্থার ওপর সবার আস্থা রাখা উচিত। আমাকে কষ্ট থেকে মুক্ত করার জন্য প্রথম দিন থেকে চিকিৎসক ও নার্সদের কাছ থেকে সর্বোচ্চ সেবা পেয়েছি। সচেতনতার কোনো বিকল্প নেই। আমি না পুড়লে বুঝতাম না, পোড়ার কত কষ্ট।

তিনি বলেন, পুলিশ বাহিনীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা তাৎক্ষণিকভাবে আমার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির যুগ্ম-কমিশনার একেএম হাফিজ আক্তার, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।

গত ১৬ সেপ্টেম্বর বিকেলে জেলা পুলিশ লাইন্স মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। তাদের মধ্যে রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন