Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


গোপালগঞ্জে ভুয়া ডাক্তারকে ১ বছরের জেল

Main Image

গোপালগঞ্জে গোলাম মাসুদ মৃধা নামের ভুয়া ডাক্তারকে ১ বছরের জেল


গোপালগঞ্জে গোলাম মাসুদ মৃধা নামে এক ভুয়া ডাক্তারকে ১ বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মামুন খান। 

শুক্রবার (১৪ অক্টোবর) গোপালগঞ্জ শহরের কলেজ মসজিদ রোডের সিটি ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, গোলাম মাসুদ মৃধা দীর্ঘদিন ধরে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন।

তার কাগজপত্র দেখতে চাইলে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তিনি। যা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর পরিপন্থী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গোপালগঞ্জ বিএমএ’র প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন