Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার প্রভাব পড়বে না: শিক্ষামন্ত্রী

Main Image

টিকা দেওয়া থাকুক বা না থাকুক আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে


শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা কোনো প্রভাব পড়বে না।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা টিকার সাফল্যে বিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। দেশের বেশিরভাগ মানুষ ও প্রায় সব শিক্ষার্থীকে আমরা টিকার আওতায় নিয়ে এসেছি। এখন ৫-১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, মাঝেমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও আমরা আশা করছি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। কারণ তারা এরই মধ্যে টিকা নিয়েছে এবং সুরক্ষিত থাকবে বলে আশা করছি। তবে টিকা দেওয়া থাকুক বা না থাকুক আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে।

পরে পদ্মা ও মেঘনায় নৌ পুলিশের উদ্যোগে আয়োজিত নৌ র‌্যালিতে অংশ নেন শিক্ষামন্ত্রী। এর আগে আলোচনা সভায় নৌ পুলিশের অতিরিক্ত আইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন