Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


বুস্টার ডোজ পেলেন ৫ কোটি ৭০ লাখ মানুষ

Main Image

মঙ্গলবার একদিনেই সারাদেশে ৬২ হাজারের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন


করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে শুরু থেকে এখন পর্যন্ত বুস্টার ডোজ টিকা নিয়েছেন ৫ কোটি ৭০ লাখের বেশি মানুষ। এর মধ্যে মঙ্গলবার (১১ অক্টোবর) একদিনেই সারাদেশে ৬২ হাজারের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৯২৮, দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৩২৫ ও বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭০ লাখ ৪৪ হাজার ৯৫৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৯ লাখ ৬৭ হাজার ৬৪৬, দ্বিতীয় ডোজ ২০ হাজার ৩৮৫ ও বুস্টার ডোজ পেয়েছেন ৬২ হাজার ২৫১ জন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় চলতি বছরের ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৫ বছর বয়সী যেকোনো মানুষ টিকা নিতে পারছেন।

আরও পড়ুন