Advertisement
Doctor TV

রবিবার, ১১ মে, ২০২৫


স্যার সলিমুল্লাহ মেডিকেলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের সেমিনার

Main Image

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের সেমিনার


বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করছে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের  মনোরোগ বিভাগ। এ উপলক্ষে সকালে কলেজ ক্যাম্পাসে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এরপর সকাল ১০টা থেকে মেডিকেল কলেজের হলরুমে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। সেমিনারটি ডক্টর টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরস) চেয়ারম্যান অধ্যাপক  ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এসএসএমসি ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার  জেনারেল কাজী মোঃ রশিদ-উন-নবী ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. ডিজিএম আকলদুজ্জামান। 

চেয়ারপারসন হিসেবে উপস্থিত আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের  অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল হুদা ল্যানিন। সেমিনারের সহ-সভাপতি রয়েছেন মনোরোগ বিভাগের প্রধান ডা. এম.এস. কবির জুয়েল।

সেমিনারে বক্তা হিসেবে রয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ রশিদুল হক, ডা. এ এম ফরিদুজ্জামান এমডি (সাইকিয়াট্রি) ও ডা. তৌহিদুল ইসলাম এমডি (সাইকিয়াট্রি)। 

আরও পড়ুন