Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


তৃতীয়বার করোনায় আক্রান্ত মেয়র আতিক

Main Image

ডিএনসিসি মেয়র তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবার জানিয়েছে।

জ্বরে ভুগছিলেন মেয়র আতিক। সোমবার (৩ অক্টোবর) পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এর পর থেকে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

ডিএনসিসি মেয়র তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন।

মেয়র আতিক ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে চলতি বছরের ১ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো সপরিবার করোনায় আক্রান্ত হন তিনি।

আরও পড়ুন