Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা উঠল

Main Image

কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়


বাংলাদেশে বিদেশি পর্যটক আসার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শে সোমবার (২৬ সেপ্টেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিদেশি পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ ছিল। সোমবার থেকে বাংলাদেশে বিদেশি পর্যটক আসার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

সোমবার কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কমিটির ৬০তম সভা শেষে কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বিদেশি পর্যটকদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভ্যাকসিন সনদ প্রদর্শন পূর্বক দেশের প্রচলিত স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে ইতিপূর্বে প্রদত্ত নিষেধাজ্ঞা বাতিল করা যেতে পারে।

তিনি বলেন, আমাদের বৈঠকের সিদ্ধান্ত আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে পাঠিয়ে দিয়েছি। এখন বাস্তবায়নের দায়িত্ব তাদের।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহির মোহাম্মদ জাবের বলেন, আমরা আমাদের বিদেশি মিশনগুলোতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের তথ্য জানিয়ে দেব। এতে করে দেশে লেইজার ট্যুরিস্ট আগমন আবার শুরু হবে।

আরও পড়ুন