Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ফাইজার সিইও ফের করোনায় আক্রান্ত

Main Image

৬০ বছর বয়সী আলবার্ট বোরলা গত আগস্টে করোনা পরীক্ষা করালে পজেটিভ আসে


যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা আবারও করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। তবে সুস্থ আছেন বলে তিনি নিজেই জানিয়েছেন। খবর রয়টার্সের।

৬০ বছর বয়সী আলবার্ট বোরলা গত আগস্টে করোনা পরীক্ষা করালে পজেটিভ আসে।

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের যৌথভাবে উৎপাদিত ভ্যাকসিনের চারটি ডোজ নিয়েছেন আলবার্ট বোরলা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) এক টুইটে আলবার্ট বোরলা বলেন, আমি সুস্থ আছি এবং উপসর্গ মুক্ত। আমি নতুন বাইভ্যালেন্ট বুস্টার ডোজ নেইনি। কারণ আমি গত আগস্টে করোনায় আক্রান্ত হই এবং সিডিসির নির্দেশনা অনুসারে এই ডোজ গ্রহণের জন্য তিন মাস অপেক্ষা করছিলাম।

তিনি আরও বলেন, আমরা করোনা মোকাবিলায় দারুণ উন্নতি করেছি। কিন্তু ভাইরাসটি আমাদের সঙ্গে রয়েই গেছে।

আরও পড়ুন