Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


একদিনে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি

Main Image

ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে রেকর্ড ৪৩৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে আক্রান্তদের কেউ মারা যায়নি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩১৫ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩ জন। সব মিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১৯১ জন।

আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩৬৯ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

আরও পড়ুন