Advertisement
Doctor TV

শনিবার, ২৬ জুলাই, ২০২৫


মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় হাসপাতালকে জরিমানা

Main Image

নোয়াখালীর মাইজদীতে রোগ নির্ণয়ে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় জননী জেনারেল হাসপাতালকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর


রোগ নির্ণয়ে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় নোয়াখালীর মাইজদীতে জননী জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

তিনি জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জননী জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় প্যাথলজিতে রোগ নির্ণয়ে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো.শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশের একটি টিম।

আরও পড়ুন