Advertisement
Doctor TV

রবিবার, ২৭ জুলাই, ২০২৫


পাকিস্তানে বন্যায় মৃত্যু ১৫০০, বাড়ছে পানিবাহিত রোগ

Main Image

দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ


পাকিস্তানে চলমান ভয়াবহ বন্যায় এ পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশটির ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, চলমান বন্যায় ১ হাজার ৪৮৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫৩০ শিশু। গৃহহীন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিন্ধু প্রদেশের হ্রদগুলোর পানি উপচে পড়ছে। প্লাবিত হচ্ছে আশপাশের গ্রাম ও নিম্নাঞ্চল। দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। এরই মধ্যে ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরা ও মারাত্মক গ্যাস্ট্রিক সংক্রমণের কথা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বন্যা শুরু হওয়ার পর দুই মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। কিন্তু পাকিস্তানজুড়ে কয়েক হাজার গ্রাম এখনো পানির নিচে। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলের অনেক সড়ক।

আরও পড়ুন