Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


খুলনা বিএমএ সভাপতি ডা. আলম, সম্পাদক মেহেদী

Main Image

ডা. শেখ বাহারুল আলম ও ডা. মেহেদী নেওয়াজ পুনর্নির্বাচিত হয়েছেন


খুলনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনে ডা. শেখ বাহারুল আলম সভাপতি এবং ডা. মেহেদী নেওয়াজ সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন।

পৃথক দুটি প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন তারা। ২৪টি পদে দুই প্যানেল থেকে ১২ জন করে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। গণনা শেষে রাতে ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ২ হাজার ১৫০ ভোটারের মধ্যে ১ হাজার ৬৭৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা দুটি প্যানেলে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চিকিৎসকরা নির্বাচনে অংশ নেননি।

সভাপতি পদে ডা. বাহার পেয়েছেন ৯২২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ডা. কাজী হামিদ আজগর পেয়েছেন ৭৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ডা. মেহেদী নেওয়াজ পেয়েছেন ৯৭২ ভোট। তার ছাত্র প্রতিদ্বন্দ্বী ডা. জিল্লুর রহমান তরুণ পেয়েছেন ৭০২ ভোট।

নির্বাচনে ডা. বাহার-ডা. তরুণ পরিষদ সভাপতি, একটি সহ-সভাপতি, পাঁচটি সম্পাদক এবং পাঁচটি সদস্যসহ ১২টি পদ পেয়েছে। অন্যদিকে ডা. আজগর-ডা. মেহেদী নেওয়াজ পরিষদের প্রার্থীরা সাধারণ সম্পাদক, দুটি সহসভাপতি, চারটি সম্পাদক এবং পাঁচটি সদস্যসহ ১২টি পদে জয় পেয়েছেন।

সহসভাপতি হিসেবে তিনটি পদে নির্বাচিত হয়েছেন এ টি এম মঞ্জুর মোর্শেদ, মোল্লা হারুন অর রশিদ ও এস এম শামসুল আহসান।

নির্বাচিত অন্যরা হলেন- কোষাধ্যক্ষ কুতুব উদ্দিন মল্লিক, যুগ্ম সম্পাদক নিয়াজ মুস্তাফি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে সুমন রায়, বিজ্ঞান বিষয়ক সম্পাদক দেবনাথ তালুকদার রনি, অফিস সম্পাদক এস এম তুষার আলম, প্রচার সম্পাদক সাইফুল্লাহ মানসুর, সাংস্কৃতিক সম্পাদক সোহানা সেলিম, সমাজ কল্যাণ সম্পাদক মহিবুল হাসান খান, লাইব্রেরি সম্পাদক পলাশ কুমার দে।

১০টি নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- প্রিতিশ তরফদার, ডলি হালদার, পার্থ প্রতিম দেবনাথ, উপানন্দ রায়, মেহেদী হাসান, শেখ আওরঙ্গজেব প্রিন্স, নিরুপম মন্ডল, পরিতোষ কুমার চৌধুরী, মেহেদী হাসান সৈকত ও মিথুন কুমার পাল।

আরও পড়ুন