Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


করোনা টিকার বুস্টার ডোজ পেলেন ৪ কোটি ৪৩ লাখ মানুষ

Main Image

করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে


দেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চার কোটি ৪৩ লাখেরও বেশি মানুষকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। গত ১০ সেপ্টেম্বর একদিনেই সারাদেশে ৭০ হাজারের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৮ লাখ ৯ হাজার ২৮৮ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ১৪ লাখ ৩ হাজার ৬১৯ জন মানুষ।

আর টিকার বুস্টার ডোজ হিসাবে দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

আরও পড়ুন