Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ডা. শারমিনের মৃত্যু, ৩৭তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের শোক

Main Image

ডা. শারমিনের মৃত্যু, ৩৭তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের শোক বার্তা


সহকারী সার্জন ডা. শারমিন সুলতানা আর নেই। রাজধানীর ইবনে সিনা হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ২টা ১০ মিনিটে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসের সাথে ফুসফুস, চোখ ও কিডনি জটিতায় ভুগছিলেন তিনি।

উল্লেখ্য, রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (৩৮তম ব্যাচ) ডিগ্রি অর্জন করেন তিনি। পরবর্তীতে ৩৭তম বিসিএসে উত্তীর্ণ হন। সর্বশেষ যশোর সদরের উপজেলার কচুয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন ডা. শারমিন সুলতানা। 

শনিবার দিবাগত রাত ১০টা ৪৫মিনিটে যশোর সদরের উপশহর এলাকার এফ-ব্লক জামরুল তলা মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা-সহ অন্যান্য  চিকিৎসক এবং স্বাস্থ্য সহকারী জানাজায় অংশ নেন।

এদিকে, ডা. শারমিন সুলতানার মৃত্যুতে শোক জানিয়েছে ৩৭তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন। 

মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন সংগঠনের সভাপতি ডা. আলী আজগর ও সাধারণ সম্পাদক ডা. মিনহাজুল ইসলাম সৈকত। 

আরও পড়ুন