Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বঙ্গবীরের চিকিৎসার খোঁজ নিলেন বিএসএমএমইউ উপাচার্য

Main Image

কেবিন ব্লকে ভর্তি বঙ্গবীরের চিকিৎসার খোঁজ-খবর নেন বিএসএমএমইউ উপাচার্য


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর (বীর উত্তম) চিকিৎসার খোঁজ নিলেন  উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। ১০ সেপ্টেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের  কেবিন ব্লকে গিয়ে বঙ্গবীরের খোঁজ-খবর নেন উপাচার্য।  

বিএসএমএমইউ’র সহযোগী অধ্যাপক ডা. রসুল আমীনের অধীনে কার্ডিওলোজি বিভাগে চিকিৎসা নিচ্ছেন কাদের সিদ্দিকী। গত ৭ সেপ্টেম্বর (বুধবার) বঙ্গবীরকে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। 

বিএসএমএমইউ সূত্রে জানা যায়, ভর্তির পরপরই কাদের সিদ্দিকীর সুচিকিৎসা নিশ্চিত করতে অধ্যাপক ডা. একে এম ফজলুর রহমান, অধ্যাপক ডা. মুহাম্মদ আবুল হাসনাত, অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ এবং ডা. মো. রসুল আমিনের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। 

আরও পড়ুন