Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


রাজধানীতে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

Main Image

এডিস মশা নিয়ন্ত্রণে অভিযান চালায় উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম


রাজধানী ঢাকার দক্ষিণখানে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পেয়েছে উত্তর সিটি করপোরেশন। এর দায়ে ভবনটির নির্মার্তা প্রতিষ্ঠান সরকার ডেভলপার্স কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নয়ন।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরা ও নিকুঞ্জে এডিস মশা নিয়ন্ত্রণে অভিযান চালায় উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বাধীন টিম।

অভিযান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, রোববার (১১ সেপ্টেম্বর) থেকে ডিএনসিসির ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট জোন ভিত্তিক ১০টি অঞ্চলে অভিযান চালাবেন। কারো বাসায় বা আঙ্গিনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নেয়া হবে। 

পরে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ ও মাইকিং করেন করেন মেয়র ও স্থানীয় কাউন্সিলররা।

আরও পড়ুন