বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন 'এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশের' নবগঠিত কার্যকরি পরিষদ
বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন 'এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশের' ২০২২-২০২৪ মেয়াদের কার্যকরি পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি করা হয়েছে প্রফেসর ডা. সেলিমুর রহমানকে এবং সাধারণ হয়েছেন সম্পাদক প্রফেসর ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডির চিলিজ রেস্টুরেন্টে এসোসিয়েশনের সাধারণ সভায় ৩৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।
কমিটির সহ-সভাপতি হয়েছেন ডাঃ ফারুক আহমেদ।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ৩ জন। এরা হলেন- (১) ডাঃ ইজাজুল হক, (২) ডাঃ এম এ রহিম ও (৩) ডাঃ মোঃ আশরাফুল আলম।
অর্গানাইজিং সেক্রেটারি মোট ৮ জন। তারা হলেন- সিলেট বিভাগে প্রফেসর কে এম জে জাকি, রংপুর বিভাগে ডাঃ মোঃ মাহবুব হোসেন, রাজশাহী বিভাগে ডাঃ হারুন অর রশিদ, খুলনা বিভাগে ডাঃ কুতুবউদ্দিন মল্লিক, চট্টগ্রাম বিভাগে ডাঃ অলক কুমার রাহা, বরিশাল বিভাগ : ডাঃ অমলেন্দু ভট্টাচার্য, ময়মনসিংহ বিভাগে ডাঃ অরুন জ্যোতি তরফদার এবং ঢাকা বিভাগে ডাঃ নূর-ই-আলম ডিউ।
কোষাধ্যক্ষ হয়েছেন ডাঃ মোঃ ফজল করিম। প্রকাশনা সম্পাদক হয়েছেন ডাঃ জাহাঙ্গীর আলম সরকার। আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন ডাঃ প্রভাত কুমার পোদ্দার। বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ ফয়েজ আহমেদ খন্দকার। মহিলা বিষয়ক সম্পাদক ডাঃ ঝুমুর ঘোষ। দপ্তর সম্পাদক ডাঃ মোসাঃ রোকসানা বেগম। আপ্যায়ন সম্পাদক ডাঃ শওকত হোসেন রোমেল। সাংস্কৃতিক সম্পাদক ডাঃ আবুল হায়াত মানিক।
সাধারণ সদস্য হয়েছেন,প্রফেসর শামসুল কবির বাবু, ডাঃ শাকিল গণি, ডাঃ জিয়া হায়দার বসুনিয়া, ডাঃ আবু সালেহ মোহাম্মদ সাদেকুল ইসলাম, ডাঃ মোঃ শাহেদ আশরাফ, ডাঃ দুলাল চন্দ্র দাস, ডাঃ আহমেদ লুৎফুল মুবিন, ডাঃ ফরহাদ আবেদিন, ডাঃ সাইফুল ইসলাম পারভেজ, ডাঃ শাহীন বেপারী ও ডাঃ দেবরাজ মালাকার।
আরও পড়ুন