Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


শারীরিক অসুস্থতায় ভারত সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী

Main Image

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন


শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে ভারত সফর থেকে বাদ পরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে দেশের বিভিন্ন গণমাধ্যম এই তথ্য প্রচার করছে। 

সূত্র মতে, ভারতে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু শেষ মুহূর্তে শারীরিকভাবে অসুস্থবোধ করেন তিনি। এ কারণে তার সফর বাতিল করা হয়।

তবে, অন্য কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি বেশ কিছু মন্তব্যের কারণে বিতর্কিত ও  সমালোচিত হন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে ‘শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করেছি’ এমন বক্তব্য দিয়ে সরকারকে চরম বিব্রতকর অবস্থায় ফেলেন তিনি। এ কারণে ভারত সফর থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭০ জন সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে রওনা হন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন